আঁধার মাঝে আলোর সৃষ্টি-
বুকের মাঝে হৃদয়,
হাওয়ার মাঝে ঝড়ের সৃষ্টি-
মহাশূন্যে সূর্যের উদয়।
মনের মাঝে স্বপ্ন জাগে-
প্রাণের মাঝে ভয়,
একাকীত্বে দুঃখ জাগে-
জীবন যুদ্ধে খয়।
ভক্তিতে প্রেম আসে
ভালোবাসায় জাগে আবেগ,
মেঘ থেকেই বৃষ্টি ঝরে-
যখন দল বাঁধে- কালো মেঘ।
হিংসা গুলোই ঝগড়া বাধে-
ঝগড়া করেই যায় ধ্বংসে,
তারাই ডাকে মৃত্যু কাছে-
অহংকার যাদের বংশে।
সুরের মাঝে গানের কথা-
প্রেম বিরহের গল্প,
সাধনা ছাড়া ভজন বৃথা-
শিল্পীর পরিকল্প।
ঈশ্বর যখন বিধান করে-
ভিখেরি ও ছোটে অশ্বে,
সময় হলেই সবাই মরে-
রাজার রাজত্ব ও যায় ভষ্যে।।
Tags:
বাংলা কবিতা
